কনটেন্ট মানেই কি সেল? আপনি ও কি তাই মনে করেন?

কনটেন্ট মানেই কি সেল? আপনার কি মনে হয়?

‎আমাদের দেশের অধিকাংশ উদ্যোক্তায় মনে করেন কনটেন্ট মানে শুধু সেল করা । তাই সবাই কনটেন্টে বলে আমাদের পণ্যই সেরা,আমাদের পণ্যের এই এই সুবিধা,৫০% ডিসকাউন্ট ইত্যাদি ইত্যাদি আপনার কাছে প্রশ্ন কনটেন্ট মানে যদি শুধু বিক্রি করা হয় তাহলে Nike, Adidas এর মতো বড় বড় ব্র্যান্ডগুলো কেন ব্র্যান্ড স্টরি বলে? কনটেন্টের উদ্দেশ্যকে আমরা mainly চার ভাগে ভাগ করতে পারি।

‎(Educate the customer) কনটেন্ট এ বিভিন্ন ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে কাস্টমারকে এডুকেট করা।

(Build strong brand value) ট্রাস্ট বৃদ্ধি করার মাধ্যমে মার্কেটে নিজেদের পজিশন শক্ত করা।

‎(Improve conversion rate) ভালো কনটেন্ট শুধু ট্রাস্টে বাড়ায় না বরং বিক্রি বাড়াতে হেল্প করে।

‎(Create need in customer mind) সর্বশেষ কাস্টমারের মনে প্রোডাক্টের প্রয়োজনীয়তা তৈরি করে। কারণ Need তৈরি করতে না পারলে কখনোই আপনি মানুষের কাছে কোন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top