Andromeda আপডেটের পর আপনার অনলাইন ব্যবসার সেল বাড়াতে এই তিনটি কাজ করুন:-

১- পার্সোনালাইজ কনটেন্ট
সবার জন্য একই কনটেন্ট তৈরি না করে, আপনার কাস্টমারের ইন্টারেস্ট, বিহেভিয়ার, এজের উপর ভিত্তি করে আলাদা আলাদা কনটেন্ট তৈরি করুন।

যেমন ধরুন, আপনি ছেলেদের টি-শার্ট সেল করেন। তাহলে আপনার কাস্টমার কারা? নিশ্চয় ২০-৫০ বছর বয়সী পুরুষ?

কিন্তু এই যে ২০-৫০ বছর বয়সী পুরুষ সবার ইন্টারেস্ট, বিহেভিয়ার, টি শার্ট ব্যবহার করার কারণ কি এক? নিশ্চয়ই না। ২০-২৫ বছর বয়সীদের বেশিরভাগই স্টুডেন্ট তাই তারা ফ্যাশনকেই বেশি প্রাধান্য দিবে। আবার ২৫-৩৫ বছর বয়সীরা ফ্যাশনের পাশাপাশি কমফোর্টকে ও বিবেচিত করবে। অপরদিকে ৩৫+ বছর বয়সীরা কমফোর্টেবলকে সর্বোচ্চ প্রাধান্য দিবে।

আপনি যখন সবাইকে একই মেসেজ দিবেন তখন কাস্টমার সেটিকে রিলেট করতে পারবে না। আর আমরা কমবেশি সবাই জানি নন রিলেট কনটেন্ট = সেল ডাউন

২- কনটেন্টে ইমোশন অ্যাটাস্ট করুন
বিখ্যাত ইন্টারন্যাশনাল মার্কেটার ডোনাল মিলারের মতে “ইমোশন ফার্স্ট এন্ড লজিক লাস্ট।” মানুষ কোন কিছু কেনার জন্য ৯০% সিদ্ধান্তই অবচেতন মনে নিয়ে থাকে। আর মানুষের এই অবচেতন মন আবার ইমোশনের সঙ্গে সম্পৃক্ত। তাই আপনার ব্যবসার সেল বাড়াতে কনটেন্টে ইমোশন যোগ করুন।

৩- মাল্টিপল ক্রিয়েটিভ ব্যবহার করুন
আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ যদি হয় সেল করা তাহলে সেলস ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল ক্রিয়েটিভ ব্যবহার করুন। অর্থাৎ সেলস ক্যাম্পেইনের ভিতর একটা ওয়েবসাইট ভিজিট/পেজভিউ একটা এড টু কার্ড এবং একটা পার্সেস অ্যাড রান করুন। আর প্রতিটা অ্যাডের জন্য ফানেল অনুযায়ী আলাদা আলাদা কনটেন্ট দিন।
পোস্টটি শেয়ার করে সেভ করে রাখুন যাতে পরবর্তীতে সহজেই খুঁজে পান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top