সঠিক মার্কেটিং বাজেট কিভাবে নির্ণয় করবেন?

tr4gঅনলাইন বিজনেস অনেকাংশই ঝুকির মুখে পড়ে যায়, যদি না আপনি আপনার মার্কেটিং বাজেটকে সঠিকভাবে অপ্টিমাইজ করতে পারেন। ফেসবুকের অ্যান্ড্রোমেডা আপডেটের পর এই বাজেট অপ্টিমাইজ আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। ভূল বাজেটিং এ আপনার ব্যবসার টাকা জলে চলে যাচ্ছে আর আপনি বুঝতেও পারছেন না।

যদি জানতে চান কিভাবে অ্যান্ড্রোমেডা আপডেটের পর মার্কেটিং বাজেট নির্ণয় করতে হবে, তাহলে পড়তে থাকুন। আশা করি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

১। আপনার Target sell ঠিক করুন 

প্রথমেই আপনাকে মাসে কত টাকার সেল জেনারেট করতে চান তা নির্ধারণ করতে হবে যেমন, ধরলাম আপনার Target sell ১,০০০০০ টাকা।

2। বিজনেসের ধরন অনুযায়ী মার্কেটিং কস্ট নির্ধারণ

 মার্কেটিং কস্ট হিসেবে ধরুন। নতুন বিজনেসে মার্কেটিং কস্ট বেশি প্রয়োজন হয়। কারণ নতুন বিজনেসে অ্যাওয়ারনেস করা দরকার পড়ে।

৩। বাজেট ব্রেকডাউন করুন- এখন এই ১ লক্ষ টাকার ৩০% হয় ৩০০০০ টাকা। এবার এই ৩০ হাজার টাকার ৪০% কনটেন্ট বাজেট বাজেটে ব্যায় করুন। ৪০% অ্যাড বাজেট হিসেবে ব্যয় আর বাকি ২০% ব্যাকআপ হিসেবে রাখুন।

৪। অ্যাড বাজেট স্ট্যাটেজি

৩০ হাজার টাকার ৪০% অ্যাড বাজেট হলে সংখ্যায় দাড়ায় ১২০০০ টাকা বা ১০০$ এখন এই ১০০$ দিয়ে কিভাবে অ্যান্ড্রোমেডা আপডেটকে মাথায় রেখে সেল জেনারেটা করবেন? চলুন, সেটাই আলোচনা  করি। দেখুন আগে কি হতো? আমরা বিভিন্ন গোলের জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন অবজেক্টি, আলাদা আলাদা কনটেন্ট ব্যবহার করতাম।

এখন সেম জিনিসটাই শুধু আলাদা আলাদা অবজেক্টিভ ব্যবহার না করে সেলস ক্যাম্পেইনের আন্ডারেই সবগুলো কনটেন্ট ব্যবহার করতে মেটা প্রেফার করছে।

৫। অ্যাড বাজেট সেট

‎একটু আগে যে আমরা ১০০ $ অ্যাড বাজেট হিসেবে পেয়েছি এটাকে এখন ব্যবহার করতে হবে। ১০$ এ তিনটা অ্যাড টেস্ট করবো তারপর যে অ্যাডটি ভালো পারফরম্যান্স করবে সেটাকে অন রেখে বাকি দুটো অফ করে দিব। আর বাকি ৯০$ আমরা ঐ একটা অ্যাড ক্যাম্পেইনের পিছনেই ইনভেস্ট করবো। আর ইনশাআল্লাহ এ ভাবেই আপনি আপনার কাঙ্খিত সেল পাবেন।

পোষ্টটি শেয়ার করে সেভ করে রাখুন পরবর্তীতে কাজে আসবে।

Scroll to Top