Project -01
ওরিয়াল বিডি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি রিয়েল এস্টেট কোম্পানি। যারা দৈর্ঘ্য সাত বছর যাবত বিল্ডিং, রোড ইত্যাদি কন্সট্রাকশনের কাজ করে আসছে। তাদের মূল লক্ষ্য হলো পরিবেশবান্ধব বিভিন্ন প্রজেক্ট করা।
ওরিয়াল বিডির ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল কাস্টমার ট্রাস্ট অর্জন করা। কোন কিছুতেই তারা কাস্টমারের ট্রাস্ট অর্জন করতে পারছিল না। ফলশ্রুতিতে তাদের কোম্পানির সেলস ড্রপ করে। পরবর্তীতে তারা আমার শরণাপন্ন হলে আমি তাদেরকে কিছু Marketing hack শেয়ার করি যেগুলো তাদের কাস্টমারের ট্রাস্ট অর্জন করে এবং ওভারঅল গ্রোথ নিশ্চিত করে।
Project -02
আমার শপ একটি প্রিমিয়াম লাইফ স্টাইল ব্র্যান্ড। যারা গত তিন বছর ধরে অনলাইন মার্কেটে বিভিন্ন লাইফ স্টাইল প্রোডাক্ট যেমন, টি-শার্ট, শার্ট, হুডি, ব্লেজার, ঘড়ি, সুজ ইত্যাদি বিক্রি করে থাকেন। কম দামে এফ্যােটেবল প্রোডাক্ট গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ায় আমার শপের প্রধান লক্ষ্য।
আমার শপ বিজনেস শুরুর দিকের জার্নিটা স্মুথ হলেও পরবর্তীতে বিজনেস স্কেলাপে তারা বিভিন্ন সমস্যায় পড়েন তার মধ্যে অন্যতম হলো অ্যাড বাজেট বাড়ালেই অ্যাড কস্টও বেড়ে যেত যার কারণে সেল বৃদ্ধি পেলেও গ্রোথ ছিল না। পরবর্তীতে আমার শপের অ্যাড ম্যানেজার থেকে ডাটা এনালাইসিস করে কিছু প্রবলেম ফাইন্ড আউট করি। যা তাদের Ads ROAS বাড়াতে হেল্প করে
